![]() |
| রেলওয়ে পুলিশ ফাঁড়ি চাঁপাই । |
রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ সোলায়মান জানান, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ রেললাইনের পাশ থেকে মনজুরের মরদেহ উদ্ধার করে। ভোরে চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী বিরতিহীন ট্রেন বনলতা এক্সপ্রেসের ধাক্কায় মারা গেছেন তিনি।
তিনি আরোও জানায়; প্রথম দিকে মনজুরের পরিচয় পাওয়া না গেলেও মৃতের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পরিচয় নিশ্চিত হয় পুলিশ। মনজুরের স্বজন জানিয়েছেন কিছুটা মানসিক প্রতিবন্ধী ছিলেন। পরিবারের কাছে মনজুরের মরদেহ হস্তান্তরের করা হয়েছে।
