Feb 19, 2021

চাঁপাইনবাবগঞ্জে ম্যাংগো রিসোর্টের উদ্বোধন


পর্যটনের আধুনিক সুবিধা নিয়ে আমের শহর চাঁপাইনবাবগঞ্জে "ম্যাংগো রিসোর্ট" নামে একটি রিসোর্ট  উদ্বোধন করা হয়েছে।শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) মধ্যাহ্নভোজের পর এ রিসোর্টটি উদ্বোধন করা হয়।  

 বিশিষ্ট টিভি সংবাদ উপস্থাপক মোঃ লতিফুর মতিন মিঠু'র মালিকানাধীন এই রিসোর্ট উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন; নবাবগঞ্জ সরকারী কলেজের,অধ্যক্ষ প্রফেসর শংকর কুমার কুন্ডু, নবাবগঞ্জ সরকারী কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মাযহারুল ইসলাম তরু,চ্যানেল আই'র বার্তা সম্পাদক সোমা ইসলাম,মডেল প্রেস ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদকসহ অনান্যরা। 

সাংবাদিক মিঠু তার বক্তবে বলেন; পর্যটনের নতুন গন্তব্য স্থানে চাঁপাইনবাবগঞ্জসহ উত্তরবঙ্গ কে পরিচিত করে তুলতে হবে। আমের রাজ্যে আম কিনতে এসে যেন; অতিথিরা হয়রানীর স্বিকার না হয় থাকা ও খাওয়ার ব্যবস্হা নিয়ে।আমি বিশ্বাস করি আজ অনেক সুযোগ সুবিধা থাকায় এ বিষয়টি রাজধানীসহ অন্যান্য এলাকার সাথে চাঁপাইনবাবগঞ্জের যোগসূত্র স্থাপন করতে সক্ষম হবে
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com