বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জেও ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৮টায় নতুন স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে প্রস্তুতি প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন, প্রতিযোগিতার জেলা সমন্বয়ক ও ৯ বীর বগুড়া সেনানিবাসের উপ-অধিনায়ক মেজর মোঃ সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তাজকির উজ-জামান,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উঁরাও, পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার মোহম্মদ মাহবুব আলম খাঁন পিপিএম, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোসাঃ মনোয়ার খাতুন, মহিলা সংরক্ষিত আসনের সাংসদ ফেরদৌসি ইসলাম জেসি,পৌর মেয়র মোহম্মদ নজরুল ইসলাম, চেম্বারের পরিচালক মোঃ শহিদুল ইসলাম শহিদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের প্রতিনিধিগন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে শুরু হয় ম্যারথান দৌড় প্রতিযৌগিতা। ৫ কিলোমিটার দূরত্বের এই ম্যরাথনে ১৬ বছরের উর্ধ্বে বিভিন্ন শ্রেনী পেশার পাঁচ হাজার মানুষ অংশগ্রহন করে। ম্যারাথন শেষে জেলা শহরের পুরাতন ষ্টেডিয়ামে ৬০ জন প্রতিযোগীর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা। ম্যারাথনে প্রথম হন বাংলাদেশ আনসার বাহিনীর সদস্য সেতাউর রহমান।


