Feb 28, 2021

চাঁপাইনবাবগঞ্জের ২ স্থানে ভোট আজ

আজ ২৮ শে ফেব্রুয়ারী। চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল পৌরসভার ও শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউপির ৫ নং ওয়ার্ডের উপ নির্বচন অনুষ্ঠিত হয়েছে আজ । নাচোল পৌরসভার নির্বাচনে মেয়র পদে চারজন প্রার্থী ভোট যুদ্ধে প্রতিদ্বন্দিতা করছেন। এছাড়াও ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৮ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ০৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।তবে উভয় দলেরই একজন করে বিদ্রোহী প্রার্থী ভোটের মাঠে রয়েছেন। মেয়র পদে প্রতিদ্বন্দি প্রার্থীরা হলেন; আওয়ামী লীগের (নৌকা) প্রার্থী ও বর্তমান মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালু, বিএনপির (ধানের শীষ) প্রার্থী মাসউদা আফরোজা হক সুচি,আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম বাবু (চামুচ) প্রতীক,বিএনপির বিদ্রোহী আমানুল্লাহ আল মাসুদ( রেল ইঞ্জিন) প্রতীক। এ নির্বাচনে ১০জন প্রিজাইডিং অফিসার, ৪৮জন সহকারি প্রিজাইডিং অফিসার, ৯৬জন পোলিং অফিসার ছাড়াও ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১জন বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়া ও র‌্যাব,বিজিবি,পুলিশ স্ট্রাইকিং ফোর্স হিসেবে ইতিমধ্যেই টহল জোরদার করেছে। নির্বাচনে মোট ভোটার- ১৫,০০৮ জন । মোট ভোট কেন্দ্র-১০টি । ভোট কেন্দ্রগুলোতে পুলিশ এবং আনসার সদস্য মোতায়ন রয়েছে এছাড়াও পৌর এলাকায় র্র‍্যাব,পুলিশ, এবং বিজিবির টহল চলমান রয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে জানায় জেলা নির্বাচন অফিসারভ মুতাওক্কিল রহমান।


অন্যদিকে; ২নং শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য পদে (শূন্য পদে) উপ-নির্বাচনে এতে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন মো: জুলফিকার আলী (টিবয়েল), ইসমাইল হক (ফুটবল), মো: কামাল হোসেন (মুরগ), আব্দুল করিম (তালা)। এই ইউপির মো.বারিউল ইসলাম ডাবলু নামে এক সদস্য মৃত্যুবরণ করলে আসনটি শূন্য হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উক্ত নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো.মাহাবুবুল কবির জানান, এই শাহাবাজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য বারিউল ইসলাম ডাবলু মৃত্যুবরণ করায় পদটি শূন্য হয়। আগামীকাল ২৮ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। ভোলামারি চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়  কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। মোট ভোটার সংখ্যা ৪হাজার ৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২হাজার ৫৬জন। মহিলা ভোটার ১হাজার ৯শ ৫১ জন।  সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলবে।



সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com