Feb 27, 2021

চাঁপাইনবাবগঞ্জ সিমান্তে বিএসএফের হাতে আটক ১


চাঁপাইনবাবগঞ্জের সিমান্ত হতে ১ বাংলাদেশীকে আটক করেছে বিএসএফ ( ভারতীয় সিমান্ত রক্ষা বাহিনী)। শনিবার ( ২৭ ফেব্রিয়ারী) সন্ধা সাড়ে ৫টায় আটক করা হয়। আটককৃত ব্যক্তি জেলার শিবগঞ্জ উপজেলার নামোচক পাড়া এলাকার পাল্টু মিয়ার ছেলে রমজান আলী (২৫)।

সুত্র জানায়; রহনপুর ব‍্যাটালিয়ন ৫৯ বিজিবি ব্যাটলিয়নের আওতাধীন চাকপাড়া বিওপি'র মেইন পিলার ১৮৩/১ এস এর নিকট ৫০ গজ ভারতের অভ্যন্তর হতে ২৪ বিএসএফ এর আওতাধীন মিলিক সুলতানপুর ক্যাম্পের টহল দল রমজান কে আটক করে। সুত্র আরোও জানায়; রমজান আলী একজন চোরাকারবারি।চোরাচালানের উদ্দেশ্যে সে সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। তাই তাকে আটক করা হয়।

৫৯ বিজিবির অধিনায়ক মাহমুদুল হাসান জানায়; সিমান্ত হতে আটক প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন; এ বিষয়ে আমার জানা নেই।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com