Jan 18, 2021

চাঁপাইয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের ৪ দফা দাবী না মানলে কঠোর কর্মসূচী


চাঁপাইনবাবগঞ্জে পলিটেকনিক শিক্ষার্থীদের ৪ দফা দাবী আদায়ে জেলার সরকারী- বেসরকারী পলিটেকনিক শিক্ষার্থীদের ব্যানারে সোমবার (১৮ জানুয়ারী) বেলা ১১টায় বারোঘরিয়ায় (দৃষ্টি নন্দন পার্ক) চত্তরে মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা মানববন্ধনে বলেন;কোন ভাবেই ১ বছর লস মানিনা,১ম,৩য়,৫ম,ও ৭ম পর্বের ক্লাস চালু করে শর্ট সিলেবাসে পরীক্ষা দিতে হবে,সকল অতিরিক্ত ফি এবং প্রাইভেট পলিটেকনিকের সেমিস্টার ফী প্রত্যাহার করতে হবে,২০২১ সালের মধ্যে ডুয়েটসহ সকল প্রযুক্তি বিশ্ব-বিদ্যালয়ে আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে। ৪টি দাবী আদায় না হলে ফের কঠোর কর্মসুচী নেওয়ার হুশিয়ারী জানায়। মানববন্ধন কর্মসুচীতে শিক্ষার্থীরা মেইন সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করলে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিউটের অধ্যক্ষ হুময়ান কবির খানের নির্দেশনায় শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচী শেষ করে।

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক কলেজের কম্পিউটার টেকনোলোজির ছাত্র;৬ষ্ঠ পর্বের আঃ আজিম, তারেক আহম্মেদ, ২য় পর্বের আলী আকবর,ও অষ্টম পর্বের সৌরভ, রেফিজারেটর বিভাগের মেহেদী হাসান,আতিকুল ইসলাম,মেকানিক্যাল বিভাগের মাহমুদুর রহমান,ওলিদ হাসান,রাশেদুল ইসলাম,ফুড টেকনোলজি বিভাগের রবিউল হাসান,আঃ খালিদ ও বেসরকারী পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com