চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডে পূর্বশত্রুতার জের ধরে জেম ও সালাম দুগ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। জিয়াউর (৩৫) ও মারুফ ইসলাম (২০) নামে দুজন আহত হয়েছে। তারা মর্দানা এলাকার ফুটু ও রেনু মন্ডলের ছেলে। রোববার (১৭ জানুয়ারী) সন্ধা সাড়ে ৫ টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্হানীয়রা জানায়;দুগ্রুপের মধ্য এক গ্রুপ ককটেলও ছুড়ে মারে। কিন্তু কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে ঘটনাস্থলে লাঠি,ইট-পাটকেল পড়ে থাকতে দেখা যায়।
শিবগঞ্জ থানা পুলিশ জানায়; দীর্ঘদিন থেকে সালাম ও জেম গ্রুপের মধ্যে শত্রুতার জের আছে। ককটেল বিস্ফারণের ঘটনা শুনে থাকলেও ঘটনাস্থলে কোন আলামত পাওয়া যায়নি। আহত দুজন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্হায় আছে। সংবাদ লিখা পর্যন্ত দুগ্রুপের মধ্যে কোন গ্রুপ শিবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেনি।
