চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তানজিলা নামে এক স্ত্রীকে জবাই করে হত্যা করেছে নিহতের স্বামি মোহাম্মদ মধু (৩৫)। বুধবার (৬ ডিসেম্বর) রাত ৯টায় তার বাড়িতে এঘটনা ঘটে। তিনি মনাকষা ইউনিয়ের চৌধুরী পাড়া গ্রামের মৃত বজলুর রহামনের ছেলে।
স্হানীয়দের কাছ থেকে জানা যায়; তানজিলা ও তার স্বামী মধুর সাথে প্রায়ই দিনই কথা কাটাকাটি হতো,এবং কী দরজা লাগিয়ে মারধোরও করতো।
শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানায়;দাম্পত্য কোলাহলের জেরে চাকু দিয়ে জবাই করে হত্যা করে তার স্ত্রী তানজিলাকে। মোহাম্মদ মধুকে আটকও করা হয়। ওসি আরোও জানায়; তানজিলার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য প্রস্তুতি করা হচ্ছে। মধুর নামে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
