চাঁপাইনবাবগঞ্জে একজনকে গ্রেফতার করেছে র্যাব -৫। বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নয়াগোলা থেকে ১০০ বোতল চোলাই মদসহ গ্রেফতার করা হয়। আকটকৃত ব্যক্তি; আজইপুর এলাকার মৃত তাজিমুলের ছেলে সাহাব (৪০)।
জানা যায়;মাদক ব্যবসায়ী সাহাব ব্যাটারি চালিত অটোরিকশাতে চোলাইমদ নিয়ে নয়াগোলা বাজারের দিকে যাচ্ছিল র্যাবের গোপন সংবাদের ভিত্তিতে তাকে হাতেনাতে আটক করে। ১০২.৮০০ লিটার চোলাইমদ,১টি অটোরিকশা,১টি মোবাইল,১টি সিমকার্ড,১টি মেমোরী কার্ডও জব্দ করে র্যাব।
চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানায় ১টি নিয়মিতো মামলা করা হয়েছে।
