Jan 29, 2021

চাঁপাইনবাবগঞ্জে মিটার রিডারদের কর্মবিরতি অব্যাহত


চাঁপাইনবাবগঞ্জে চুক্তিভিত্তিক মিটার রিডারদের চাকুরী জাতিয়করণের দাবিতে কর্মবিরতি চলমান রেখেছে মিটার রিডার কাম ম্যাসেঞ্জাররা। চাকুরী জাতীয়করণ,চাকুরীচ্যুতদের পূণঃবহল এবং কাজের পরিমাণ কমানো ও চাকুরী স্হায়ীকরণ-এ চার দাফা দাবীতে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জেও কর্মবিরতি কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রোবাবার (২৪ জানুয়ারী) সকাল থেকে শুক্রবার (২৯ জানুয়ারী) পর্যন্ত চলমান রয়েছে। শহরের হুজরাপুর এলাকায় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের অফিসের গেটে কর্মবিরতি কর্মসুচী অনুষ্ঠিত হয়।

পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের জেলা সভাপতি আশরাফুল ইসলাম জানায়;  কথা দিয়ে কথা রাখিনি উর্ধতন কতৃপক্ষরা। গতবছরের ১০ ফেব্রুয়ারি রাজশাহী বিভাগ ও রংপুর বিভাগের প্রায় ৭০০ জন কর্মচারীদের নিয়ে মানববন্ধন করেছিলাম। সেই সময় উর্ধতন কতৃপক্ষরা দাবি মেনে নেয়ার শর্তে ১৫ দিন সময় নেন। ১৫ দিন অনেক আগেই পেরিয়ে গেছে।এখনো আমাদের দাবীসমূহের কোন মূল্যায়ন পায়নি। আমাদের দাবির বিষয়ে কোন সিদ্ধান্ত দেইনি কতৃপক্ষ। আমাদের দাবিগুলোর বিষয়ে কোন সুরাহা না করলে আগামিতে বৃহত্তর কর্মসুচী দিতে বাধ্য হবে পিচরেট ঐক্য পরিষদ।

কর্মবিরতি কালে উপস্থিত ছিলেন,পিচরেট ঐক্য পরিষদের জেলা সভাপতি আশরাফ আলী,সাধারন সম্পাদক আল-আমিন,সদস্য আশরাফুল,অনুজ চৌধুরী,ফরহাদ হোসেন প্রমুখ।উল্লেখ আজ শুক্রবার মিটার রিডারদের পক্ষ থেকে বেলা ১১টায় জেলা প্রশাসক বরাবর স্মারক লীপি প্রদান করেন পিচরেট এক্য পরিষদের জেলা সভাপতি সহ তাদের সদস্যরা।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com