আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২০ উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়েছে।বুধবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা দেয়া হয়।
‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ।জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহিদা খাতুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক উম্মে কুলসুম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, নবাবগঞ্জ সরকারি কলেজের অবঃ অধ্যক্ষ সুলতানা রাজিয়া, জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার চেয়ারম্যান এ্যাড. ইয়াসমিন সুলতানা রুমা, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সাকিনা খাতুন পারুল, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার, মহিলা উদ্যোক্তা আকসানা বেগমসহ অন্যরা।
৫ ক্যাটাগরিতে বিশেষ অবদান রাখায় জেলায় মোট ৫জন নারীকে জয়ীতা ঘোষণা করে পুরস্কৃত করা হয়। জয়ীতা সম্মানে ভুষিত নারীরা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী সদর উপজেলার রোজিনা আনোয়ার, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নাচোল উপজেলার আদরী বালা, সফল জননী অর্জনকারী শিবগঞ্জ উপজেলার মোসাঃ বাদেনুর বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা অর্জনকারী সদর উপজেলার মোসাঃ তাসলিমা বেগম ও সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখা অর্জনকারী সদর উপজেলার মোসাঃ চাম্পা বেগম।
এছাড়া, সদর উপজেলায় ৪জন, শিবগঞ্জ উপজেলায় ৫ জন, নাচোল উপজেলায় ৫জন, গোমস্তাপুর উপজেলায় ৫ জন ও ভোলাহাট উপজেলায় ৩ জন নারীকে জয়ীতা বিজয়ী হিসেবে স্ব স্ব উপজেলায় সংবর্ধনা দেয়া হয়।
মহিলা বিষয়ক অধিদপ্তর এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জয়ীতা সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রকল্পানাধীন কিশোর-কিশোরী ক্লাবের ফিল্ড সুপারভাইজার নওরোজ হুদা।
