Dec 31, 2020

৯৯৯ কল দিয়ে মিললো মোটরসাইকেলসহ মোবাইল

চাঁপাইনবাবগঞ্জে আজিম নামে এক প্রতারকে আটক করেছে সদর থানা পুলিশ। বুধবার (৩০ ডিসেম্বর) এ প্রতারককে আটক করা হয়।তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার দিননাথপুর এলাকার খুরশেদ আলীর ছেলে আজিম উদ্দিন (২৭)।


পুলিশ সুত্রে জানা যায়,জেলার গোমস্তাপুর উপজেলার বাসিন্দা মাসিদুল ইসলাম। তার ব্যবহারিত মোটর সাইকেলটির লাইসেন্স না থাকার কারনে ট্রাফিক পুলিশ তাকে মোটরযান আইনে মামলা দেয় চলতি মাসের ১২ তারিখ।মোটরযান আইনের মামলাটি উড্ডয়ন করার জন্য ২০ ডিসেম্বর কালেক্টার চত্তরে আসলে প্রতারক আজিমের সাথে তার সাক্ষত হয়। আজিম তাকে মামলা উড্ডয়নের সাহায্য করবে বলে প্রজলনে দেখায় মাসিদুলকে।মাসিদুল প্রলোভনে পড়ে তাকে মামলাটি উড্ডয়নের জন্য ১৩০০ টাকা হাতিয়ে নেয়,২২ ডিসেম্বর এসে মানি রিসিট নিয়ে যেতে বলে।

২৯ ডিসেম্বর বেলা ১১টায় শহরস্থ গ্রীণ ভিউস্কুলের সামনে আসলে মাসিদুলের মুঠোফনে দেখতে চাই,পরবর্তীতে মাসিদুলকে হয়রানী করে বলে প্রতারক আজিমকে যদি ১০হাজার টাকা দেওয়া হয় তাহলে সে তার মুঠোফনটি ফেরত পাবে। মাসিদুলের নিকট নগদ অর্থ না থাকার কারনে সে ৩০ ডিসেম্বর টাকা দিয়ে মোবাইল ও রিসিড মানি নিয়ে যাবে বলে চলে যায়।

 ৩০ ডিসেম্বর বেলা ১২টায় ৯৯৯ এ কল দিয়ে জেলা পুলিশের দারস্থ হয়ে মূল ঘটনার বর্ণনা দেয় পরবর্তীতে জেলা পুলিশ সদর থানা পুলিশকে ঘটনাটি জানালে রাতে প্রতারক আজিমকে আটক করা হয়।সদর থানা পুলিশ প্রতারক আজিমের নিকট থেকে মাসিদুলের কেড়ে নেওয়া মুঠোফনসহ কেসস্লিপ উদ্ধার করে।এমর্মে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com