Dec 23, 2020

চাঁপাইনবাবগঞ্জের সিমান্তে পতাকা বৈঠক

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে বিএসএফের আহবানের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
ফাইল ছবি


বুধবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় রহনপুর ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) আজমতপুর  বিওপির কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ আশরাফ হোসেন নেতৃত্বে সীমান্ত  পিলার ১৮২/২ হতে ১০গজ বাংলাদেশের অভ্যন্তরে বাগিচাপাড়া নামক স্থানে পতাকা বৈঠকে অনুষ্ঠিত হয়েছে।

পতাকা বৈঠকে ইন্সপেক্টর  রনজিত সিং বলেন;
ভারতের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশের রাখালরা গরু চারায়,এবং রাতের আধারে চোরাকারবারীরা মাদক দ্রব্য আনার  জন্য প্রবেশ করে।

এ প্রশ্নের উওরে সুবেদার মোঃ আশরাফ হোসেন বলেন;বাংলাদেশের রাখালরা যাতে করে ভারতের অভ্যন্তরে প্রবেশ না করে এই বিষয়ে সিমান্তে থাকা সকল রাখালকে আসাস্থ্য করবেন,এছাড়াও মাদক চোরাকারীর বিরুদ্ধে যথেষ্ট তৎপর আছি তদুপরি আপনাদের কাছে কোন তথ্য থাকলে আমাদেরকে দিবেন আমরা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করব।

পতাকা বৈঠকটি শান্তি পূর্ন ভাবে শেষ হয়।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com