Dec 23, 2020

চাঁপাইনবাবগঞ্জে ফের বিএনপি বিরোধী বিক্ষোভ


চাঁপাইনবাবগঞ্জে ফের বিএনপি বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়।২৩ ডিসেম্বর বুধবার বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে বিজয়ের মাসে বঙ্গবন্ধু মঞ্চে অবমাননার প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  স্থানীয় বঙ্গবন্ধু মঞ্চে বিক্ষোভটি সমাবেশে মিলিত হয়।

 উক্ত প্রতিবাদ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন;চাঁপাইনবাবগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি শহিদুল ইসলাম রানা;চাঁপাইনবাবগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগ  সহ -সভাপতি তুলেজুল ইসলাম,শিবগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগ কমিটির সভাপতি মোঃ তহিদুল ইসলাম পলাশ,শিবগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ মানিক প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষে এবং বিজয়ের মাসে বঙ্গবন্ধু মঞ্চে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ ও কতিপয় বিএনপি নেতা জুতা পায়ে দিয়ে উঠে বঙ্গবন্ধু মঞ্চ    অবমাননা করেছেন। উক্ত ঘটনায়
বিএনপির সংসদ সদস্য ও বিএনপি নেতাকর্মীদের ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com