চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের শাহবাজপুর ইউনিয়ের ছাত্রলীগের সভাপতি আখতারুজ্জামানকে অব্যাহতি দেওয়া হয়েছে।শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক জুলকার নাইমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সংবাদ জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,সংগঠনবিরোধী অসামাজিক কার্যকলাপে জড়িত থাকায় বর্তমান পদ থেকে ২ নং শাহবাজপুর ইউনিয়ন শাখার ছাত্রলীগের সভাপতি মোঃ আক্তারুজ্জামান কে অব্যাহতি প্রদান করা হলো।তদন্ত সাপেক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের মাধ্যমে তার পদ চুড়ান্ত ভাবে বহিষ্কার করা হবে।
জানাযায়, বুধবার (২৩ ডিসেম্বর) রাত পৌনো ১১টায় রাজশাহীর কাশিয়াডাঙ্গায় ছাত্রলীগের সভাপতি আখতারুজ্জামানসহ মোট ৩ জনকে ৬ লাখ ৩১ হাজার টাকার ফেন্সিডিলসহ আটক করা হয়।এমর্মে রাজশাহীর কাশিয়াডাঙ্গায় থানায় একটি মাদকের মামলা দায়ের করা হয়।
