চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের পুকুরিয়া এলাকায় এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫।আটককৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার শ্যামপুরের মিয়াপাড়া এলাকার সাদেকুল ইসলামের ছেলে সাগর আলী (২৫)।
র্যাব-৫ জানায়; বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জের পুকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে ৯৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ শীর্ষ মাদক ব্যবসায়ী সাগর আলী (২৫) কে আটক করা হয়।
র্যাব-৫ আরোও জানায়;এমর্মে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হবে।মাদকের বিরুদ্ধে এরকম অভিযান অব্যহত থাকবে।
