Dec 10, 2020

চাঁপাইনবাবগঞ্জে ৬ জন অনুপ্রবেশকারী আটক

চাঁপাইনবাবগঞ্জের সিমান্ত এলাকা এবং নওগার ১৬ বিজিবি ব্যাটলিয়নের অধিনস্হ বিভিষণ সিমান্ত এলাকা দিয়ে গোমস্তাপুর হয়ে ৬জন অনুপ্রবেশকারীকে আটক করেছে পুলিশ।

ফাইল ফটো
ফাইল ফটো

আটককৃতরা হলো;মাদারিপুর জেললার রাজৈর থানার মাঝকান্দি এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে মহিত উদ্দিন শরীফ (৪০),খুলনা জেলার সোনাডাঙ্গা থানার দক্ষিণ রায়ের মহল দেলোয়ার মন্সির ছেলে রাকিব মুন্সি (৩০),শরীয়তপুর জেলার ডামুড়া থানার সদরকাঠী এলাকার ইদ্রিস আলীর ছেলে হানিফ মহব্বত (২৫),নড়াইল সদর উপজেলার চাচরা এলাকার আবু তালেবের মেয়ে মোছাঃ ফান্না বেগম (৪৫),খুলনা জেলার দৌলতপুর থানার এবং একই এলাকার আফজাল সরদারের মেয়ে মোছা:ফারজানা আক্তার (২০),যশোর জেলার শারশা থানার মাটি পুকুরিয়া মৃত মোস্তফা সরদারের মেয়ে মোছাঃ তানজিলা খাতুন প্রিয়া (২১)।

গোমস্তাপুর থানা পুলিশ জানায়,১০ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টায় অবৈধভাবে প্রবেশ করলে তাদের আটক করা হয়,এবং তাদের নামে মামলা দায়ের করা হয় মামলা নং ৯।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com