চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর নতুন গ্রামের নুরুল হুদার ছেলে নাসিম ১৬ ডিসেম্বর রাত আটটার দিকে প্রেমিকার স্বামীর হাতে হামলার শিকার হন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ নুরুল হুদার ছেলে নাসিম এর সাথে এসোর স্ত্রীর পরকীয়ার সাথে জড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে এসে তার স্ত্রীকে তালাক দেয়। পরবর্তী সময়ে এসোর স্ত্রী সীমা ভুল স্বীকার করলে তাকে পুনরায় বিয়ে করে সংসারে নিয়ে আসে, গত বুধবার রাতে পরকীয়ার টানে নাসিম এসোর রাতের অন্ধকারে এসোর বাড়িতে ঢোকামাত্রই তাকে আটক করে ।এক পর্যায়ে এসো নাসিম এর উপর চওড়া হয় এসময় স্থানীয়দের হাতে আহত হয় প্রেমিক নাসিম।
এ বিষয়ে আহত নাসিম এর কাছে জানতে চাইলে তিনি বলেন,আমার ফসলের ক্ষেত থেকে বাড়ি ফেরার সময় পূর্ব শত্রুতার জেরে এসো সহ তার দলবল নিয়ে আমার উপর অতর্কিত হামলা চালায় ।
এ বিষয়ে এসোর কাছে জানতে চাইলে তিনি বলেন, রাতের অন্ধকারে আমার বাড়িতে প্রবেশ করার সময় আমার হাতে ধরা পড়ে এ সময় ধস্তাধস্তি হয়, তার স্ত্রীর পরকীয়ার বিষয়ে জানতে চাইলে তিনি এড়িয়ে যান। এবং এ বিষয়ে সীমার সাথে কথা বলতে চাইলে তার স্বামী অস্বীকৃতি জানায়।
