Dec 18, 2020

চাঁপাইনবাবগঞ্জের সৈনিক লীগের কমিটির অনুমোদন

বঙ্গবন্ধু সৈনিকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি অনুমোদিত চাঁপাইনবাবগঞ্জ জেলা আহবায়ক কমিটি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেছে। শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু মুক্তমঞ্চের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন আহবায়ক মো. মরসালিন হক, যুগ্ম আহবায়ক মোঃ বাবুল আকতারসহ দলের অন্যান্য সদস্যগন।


আজ চাঁপাইনবাবগঞ্জে আওয়ামীলীগের অঙ্গসংগঠন হিসেবে অনুমোদন পেলো সৈনিক লীগ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান মিজান, পৌর আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, পৌর ৩ নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদিকা মোসাঃ সেলিনা বেগমসহ অন্যরা।

সংক্ষিপ্ত বক্তব্যে আহবায়ক মরসালিন হক ও যুগ্ম আহবায়ক মোঃ বাবুল আকতার বলেন, দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং জেলায় আওয়ামীলীগের শক্ত ঘাঁটি গড়ে তুলতে তারা ভুমিকা রাখবেন বলে জানান। সেই সাথে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনা করেন।

উল্লেখ্য, ১৮ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের অনুমোদন দেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি শিরীন আহমেদ এমপি।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com