Nov 25, 2020

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সদস্যের পরিচয়ে টাকা ছিনতায়


চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সদস্যের পরিচয় দিয়ে টাকা ছিনতায়ের ঘটনা ঘটেছে।২৫ নভেম্বর ভোর ৬টায় নাচোল আমনুরা গামী রাস্তার নাচোল ফায়ার সার্ভিস মোড়ে এঘটনা ঘটে।

জানা যায়,নাচোল পৌরসভার ৮নং ওয়ার্ডের টি আলমের ছেলে আনোয়ার হোসেন ধান ক্রয়ের উদ্দেশ্যে হাটবাকইল রওনা হয়,নাচোলের হাজি-ডাঙ্গা এলাকা ট্রলি নিয়ে পার হলে পিছন থেকে লাল রঙের একটি মোটরসাইকেল নিয়ে পুলিশ পরিচয় দিয়ে ট্রলি চালকে দাড়াতে বলে।

ট্রলি চাকল ভয়ে ভীতিগ্রস্ত হয়ে;ট্রলিটি দাড়ায় ঐ ভূয়া পুলিশ সদস্য পরিচয় দিয়ে নানান ফাঁদ-ফন্দি করে বলে;"তোর কাছে কী আছে দেখা,তুই জাল টাকার ব্যবসা করিস,তোর টাকা দেখা",তখন আনসার আলী পকেট থেকে ১লাখ ৩৭ হাজার টাকা বের করে দেখায়,সেই ভূয়া পুলিশ সদস্য ৩৭ হাজার টাকা দিয়ে ১লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

এ মর্মে নাচোল থানার ওসি বিষয়টি নিশ্চিত করে বলেন,আমরা মুল ঘটনা জানার চেষ্টা করছি,এখনো ভিকটিম অভিযোগ দায়ের করেনি,থানায় অভিযোগ দায়ের করলে তদন্তকরে আইনুসারে ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com