চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শাহীবাগের জেলখানা সংলগ্ন এক বাড়ি থেকে আফসানা আখতার আঁখি (১৮) নামে এক নারী আত্মহত্যা করে। এ ঘটনায় রোববার রাতেই আঁখির বাবা আইয়ুব আলী বাদী হয়ে সদর মডেল থানায় আত্মহত্যা প্ররোচনার দায়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। মামলা নং-৫।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. মোজাফফর হোসেন জানান, মামলা দায়েরের পর থেকে পুলিশ আসামীদের গ্রেপ্তার করতে বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। পরে সোমবার সকাল ৭টার সময় রহনপুর কলেজ মোড় থেকে ফয়সাল নামে ১জন আসামীকে গ্রেপ্তার করা হয়। ওসি অপারেশন মিন্টু রহমানের নেতৃত্বে এসআই আশিষ সরকারসহ সঙ্গীয় ফোর্স অভিযানটি চালায়। অন্য আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে বলেও জানান ওসি মোজাফফর হোসেন।
নিহত আঁখি চাঁপাইনবাবগঞ্জের শাহীবাগ মহল্লার আইয়ুব আলী ও শেফালী খাতুনের মেয়ে। আর আসামীরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের ১৫ নং ওয়ার্ডের ডোম পাড়া ম্যাথরপাড়া মোড়ের হাবিবুর রহমানের ছেলে ফয়সাল (২৩) ও ৬ নং ওয়ার্ড রামকিষ্টপুর মহল্লার আব্দুল খালেকের ছেলে রিমন (২২)। আরও অজ্ঞাত তিনচার জনকে আসামী করা হয়েছে।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. মোজাফফর হোসেন জানান, গত ১ নভেম্বর রোববার দুপুর ২ টার দিকে নিজ ঘরে গলায় শাড়ি পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে যায় আঁখি।
এদিকে আঁখির মা ও স্থানীয়দের সাথে কথা বল জানা গেছে, আঁখির সাথে এক ছেলের প্রেমের সম্পর্ক ছিলো। ঘটনার দিন সকালে বাড়ি থেকে বের হয় আঁখি। দুপুরে বাড়ি ফিরে এসে কান্নাকাটি করে এবং মোবাইল ফোনে কেউ গালিগালাজ করছে বলেও জানায় তার মাকে। এরই এক পর্যায়ে সে ঘরের দরজা বন্ধ করে গলায় শাড়ি দিয়ে ফ্যানের সাথে ঝুলে যায়।
এদিকে আসামীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ বিচারের দাবিতে নিহত আঁখির পরিবার ও এলাকাবাসী দুপুরে শাহনেয়ামতুল্লাহ কলেজের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।