চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি মসজিদের দানবাক্স ভেঙ্গে টাকা চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে জেলা শহরের প্রাণকেন্দ্র ঝিলিম রোডস্থ নির্মাণাধীন বাইতুন নূর জামে মসজিদে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন মসজিদ কমিটির সদস্য মোঃ আতাউর রহমান।
জানা গেছে, নির্মাণাধীন বাইতুন নূর জামে মসজিদের উন্নতিকল্পে একটি টিনের বাক্স মসজিদের বাইরে রাখা হয় এবং ১০/১৫দিন পরপর তা থেকে দানের টাকা বের করা হয়। এমন অবস্থায় স্থানীয়রা আজ শনিবার সকালে দানবাক্সের ঢাকনা খোলা দেখতে পেয়ে মসজিদ কমিটির সদস্যদের অবহিত করলে তারা দানবাক্সের তালা ভাঙ্গা দেখতে পান। মাদকাসক্ত বা ছিচকে চোর ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা। তবে দানবাক্সটিতে কত টাকা ছিল তা বলতে পারেননি কমিটির সদস্যরা।
এদিকে, সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানান, কমিটির সদস্যরা এ বিষয়ে অবগত করেননি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
