Nov 29, 2020

চাঁপাইনবাবগঞ্জের সিমান্ত থেকে বিএসএফের হাতে আটক ২


চাঁপাইনবাবগঞ্জ জেলার কামাল পুর বিওপির এলাকা হতে ১৮৮/৫ এস পিলারের নিকট থেকে ২জন মাদক চোকারবারীকে আটক করেছে বিএসএফের সদস্যরা।আটককৃতরা হলো, শিয়ালমারা বিওপির মধ্যপাড়া এলাকার মফিজুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম(২৫),বাবর আলীর ছেলে বিষারু (২৭)।

জানা যায়,২৮ নভেম্বর দিবাগত রাত ২টা ৩০মিনিটে ঐ দুজন মাদক চোরাকারবারীরা পিয়াজবাড়ি এলাকা দিয়ে প্রায় ৩০০গজ ভারতের মধ্যে অবৈধ ভাবে প্রবেশ করলে তাদর আটক করে বিএসএফ।আটককৃত দুজন সদস্যের পরিবার এ মর্মে এখনো শিয়ালমারা বিওপিতে অভিযোগ করেনি বলে জানা যায়।

 এ বিষয়ে ৫৯ বিজিবি অধিনায়ক লেঃকর্ণেল মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com