Nov 23, 2020

চাঁপাইনবাবগঞ্জের হ্যান্ডকাপ নিয়ে পলাতক আসামী আটক


চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অটোরিকশাচালক তাজিমুল হত্যাকাণ্ডের মূল আসামি হযরত আলীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে ঢাকার মিরপুর মডেল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল জাহিদুর রহমান।

অতিরিক্ত পুলিশ সুপার এক প্রেস ব্রিফিংয়ে জানান, এ হত্যাকাণ্ডের সাথে হযরত আলী জড়িত এবং মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে তার অবস্থান পুলিশ নিশ্চিত হয় এবং ঢাকা থেকে সোমবার ভোরে তাকে গ্রেফতার করা হয়। তবে অন্য আর কেউ এ ঘটনার সাথে জড়িত আছে কি-না তা জিজ্ঞাসাবাদে জানা যাবে। তবে অপর আসামি রুবেলকে আটকের বিষয়টি স্বীকার করলেও; কিভাবে সে থানা থেকে পালিয়ে গেছে এ বিষয়ে তার কিছুই জানা নেই বলে জানান তিনি।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com