Nov 21, 2020

সোনামসজিদ বন্দরের নয়া কমিটির শপথ গ্রহণ


চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনামসজিদ স্হলবন্দর সি এন্ড এফ এজেন্ট এ্যাসোসিয়েশনের নবনির্বাচিত (২০২০-২০২২) কমিটির দায়িত্ব হস্তান্তর ও গ্রহন নবনির্বাচিরা শপথ গ্রহণ করেছে।


২১ নভেম্বর শনিবার সকালে সোনামসজিদের পর্যটন মোটেলে এ শপথ গ্রহণ অনুষ্ঠান ও দায়িত্ব হস্তান্তর করা হয়।

শপথ বাক্য পাঠ করান,সি এন্ড এফ এজেন্ট সাবেক সভাপতি ও মোবারকপুর ইউপির সাবেক চেয়ারম্যান মমিনুর রহমান মিয়া।এসোসিয়েশন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন;শিবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার সাকিব আল রাব্বি।

অনুষ্ঠানে বক্ত্যরাখেন;সি এন্ড এফ এজেন্ট ফয়সাল এন্টারপ্রাইজের প্রোপাইটর আশরাফুল আলম রশিদ,নির্বাচন পরিচালনা কমিটি আহবায়ক শওকত জাহিদুল ইসলাম প্রিন্স,বিশিষ্ট ব্যবসায়ী আতাউর রহমান রাজু প্রমুখ।


উল্লেখ্য;১১ বছর পর সোনামসজিদ স্হল বন্দরের নির্বাচন অনুষ্ঠিত হয় ৭ নভেম্বর।বিজয়ী হয়েছিলো সভাপতি পদে আঃআওয়াল,ও সাধারণ সম্পাদক পদে রুহুল আমিন।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com