রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা আতিকুর রহমান সুমনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রাবির রহনপুস্থ সাবেক শিক্ষার্থীরা।
শনিবার দুপুরে উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক শিক্ষার্থী আজিজ খাঁন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা টগর মোহাম্মদ সালহে্ ও সদর আলী রিপন। সংবাদ সম্মেলনে এ ঘটনায় জড়িত মূল আসামী জুনাইদুল হক জিম সহ অন্যান্য আসামীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির বাদী জানানো হয়।
উল্লেখ্য গত ১৭ নভেম্বর সন্ধ্যায় স্থানীয় ছাত্রদল ক্যাডার জুনাইদুল হক জিম ও শিবির নেতা কুরবান হাফিজের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাকে কুপিয়ে জখম করে।

