Nov 19, 2020

তৃণমূল পর্যায়ে ৩ দিনের জুজুৎসু প্রশিক্ষণের উদ্বোধন



 
 চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
আজ চাঁপাইনবাবগঞ্জের (পুরাতন) স্টেডিয়ামে জিমনেসিয়ামে বাংলাদেশ জুজুৎসু এসোসিয়েশন এর ব্যাবস্থপনায় ৩ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বাংলাদেশ জুজুৎসু এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড.মোঃ রফিকুল ইসলাম নিউটন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আজমাল হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মসিউর রহমান মিঠু,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুজুৎসু জেলা প্রধান ও কেন্দ্রীয় জুজুৎসু এসোসিয়েশনের নির্বাহী সদস্য বাবলু জামান,জুজুৎসু প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদান করবেন রাকিব হোসেন ও ঢাকা থেকে আগত জুজুৎসু জাতীয় পর্যায়ের খেলোয়াড়  সুমাইয়া আক্তার ও লিমা আক্তার।উল্লেখ্য যে জেলা থেকে বাছাই করে জাতীয় পর্যায়ে বিদেশি কোচের অধীনে উন্নতর প্রশিক্ষণের জন্য ঢাকায় পাঠানো হবে।মোট ১০০ জন খেলোয়াড় এ প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।

সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com