চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলদলী ইউপি'র চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী আলাউদ্দিন এর প্রার্থীতা বাতিল ঘোষণা করেছেন ভোলাহাট উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ তাসিনুর রহমান ও জেলা নির্বাচন অফিসার। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ তাসিনুর রহমান এ ঘোষণা দেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোঃ আরজেদ আলী আলাউদ্দীনের বিরুদ্ধে ঠিকাদারী লাইসেন্স ও ঠিকাদারীর কাজ চলমান থাকার অভিযোগ এনে উপজেলা নির্বাচন কমিশনার ও রিটার্নিং অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় আলাউদ্দীনের প্রার্থীতা বাতিল ঘোষণা করেন তাসিনুর রহমান।
আলাউদ্দীন প্রার্থিতা ফিরে পেতে বুধবার জেলা নির্বাচন অফিসার মোঃ মোতাওয়াক্কিল রহমানের নিকট আপিল করেন।জেলা নির্বাচন অফিসার আপিল পর্যালোচনা শেষে ১৯ নভেম্বর বৃহস্পতিবার তার আপিল খারিজ করে দেন। তার ফলে দলদলি ইউনিয়নের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে প্রার্থী নৌকা প্রতীকের মোঃ আরজেদ আলী একমাত্র বৈধ প্রার্থী থাকলেন।

