উওরের জেলা চাঁপাইনবাবগঞ্জ।আজ ৪ নভেম্বর,অন্যদিকে বাংলা কার্তিক মাসের ১৮ তারিখ।
বরাবরের তুলনায় এবার শীতের আমেজ একটু দেরীতে মিলেছে জনমনে।কুয়াশা পড়লেও লাগেনি ঠান্ডা।এককথায় শীতের প্রকোপ পড়েনি।
জানাযায়,আজ সকাল বেলা ১৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা ছিলো যা গতদিনের চেয়ে ৪ ডিগ্রী সেলসিয়াস কম।
এলাকাঘুরে জানা যায়,গত কিছু দিনের তুলনায় আজকে শীতের আমেজে মনটা চাঙ্গা হচ্ছে বলে জানায় জেলার বাসিন্দা শাহনেওয়াজ।
অন্যদিকে শীতের পিঠা ব্যবসায়ী জালাল উদ্দিন আমার চাপাইকে জানায়;গত বছরের মতো এখনো ঠান্ডা পড়েনি।কুয়াসা পড়লেও জনমনে তেমন সাড়া ফেলেনি,কারন শীতের যে ভাপাপিঠা,পিঠাপুলিসহ নানা মুখরোচক খাবারের আয়োজন করা হতো কিন্তু এবার তা করতে দেরী হচ্ছে।
আমার চাঁপাইকে অনেকেই জানিয়েছে;শীতের বেশী প্রকোপ বাড়লে কারোনা মহামারীর বিশৃঙ্খলতা বজায় থাকবেনা,এতে করে বয়স্করাসহ শিশুরাও কষ্টে থাকবে।