চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাঁদপুরের গাবতলা এলাকার আব্দুল মান্নানের ছেলে সেলিম (৩২) পারিবারিক কোলাহলের জেরে বৃহঃস্পতিবার দিবাগত রাত ৯টায় বিষ খেয়ে আত্মহত্যা করেছে।
জানা যায়,নিহত সেলিম বিষ খেলে তার স্বজনরা তড়িঘড়ি করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
শিবগঞ্জ থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে বলেন তার মরদেহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য,এ মর্মে ইউডিডি মামলা প্রক্রিয়া ধীন।
