চাঁপাইনবাবগঞ্জে রোববার সন্ধ্যায় পৌর এলাকার বিশ্বরোড মোড়ে মডেল প্রেসক্লাব কার্যালয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২২ বছরে পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দৈনিক ভোরের চেতনা পত্রিকার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ফারুক আহমেদ ও স্টাফ রিপোর্টার ফেরদৌস সিহানুক শান্ত এর উদ্যোগে কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,আমার চাঁপাই'র প্রশাসক ও মডেল প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক জারিফ হোসেন, বাংলা ভিশন এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি এসএম শাখাওয়াত জামিল দোলন।
আরও উপস্থিত ছিলেন,আমার চাঁপাই'র সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক টুটুল রবিউল, সাংগঠনিক সম্পাদক রাজাবাবু,আমার চাঁপাই'র নির্বাহী সম্পাদক মেহেদী হাসান সিয়াম, সোহাগ, মামুন, কপোত নবীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সত্যের সন্ধানে প্রতিদিন এ স্লোগান কে সামনে রেখে অনুষ্ঠানে জেলা প্রতিনিধি ফারুক আহমেদ ও স্টাফ রিপোর্টার ফেরদৌস সিহানুক শান্ত সকলকে পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানান।


