চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আরজেদ আলী ভুলু।
২৩ নভেম্বর সোমবার ভোলাহাট উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের সাক্ষরিত এক গণ বিজ্ঞপ্তিতে এ সংবাদ জানানো হয়।
উল্লেখ্য;দলদলীর উপ-নির্বাচনে নৌকা ও ধানের শীষের দুজন প্রার্থী ছিলো,পরে বিধি লঙ্ঘনিত হওয়ায়,জেলা ও উপজেলা নির্বাচন অফিসার বিএনপির মনোনীত প্রার্থী আলাউদ্দিনের প্রার্থীতা বাতিল করে,পরে ১৮ নভেম্বর আপিল করলে ১৯ নভেম্বর তার আপিল খারিজ করেন জেলা নির্বাচন অফিসার।
অন্যদিকে একমাত্র আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আরজেদ আলী একা হয়ে যাওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাকে নির্বাচিত করা হয়।
