Nov 23, 2020

চাঁপাইনবাবগঞ্জে বিক্রি হচ্ছে ঢাকার দামে বিমানের টিকিট

চাঁপাইনবাবগঞ্জে এবারই প্রথম মন্ত্রণালয়ের অনুমোদিত আসমা ট্রাভেলের পথ চলা শুরু হয়েছে।২৩ নভেম্বর সোমবার সকাল ১০টায় আঙ্গারিয়া পাড়ায় (পাকড়তলা মোড়স্থ) চাঁপাইনবাবগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুহুল আমিন ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন।

ইমদাদুল হকের সঞ্চালনায়,স্বাগত বক্তব্য রাখেন,আসমা ট্রালেভেসের পরিচালক মিজানুর রহমান পিন্টু।আলোচনা সভায় উপস্থিত ছিলেন;বিশিষ্ট ব্যবসায়ী ও গ্রামীন ট্রালেভেসের চেয়ারম্যান মুখলেসুর রহমান,১০ নং ওয়ার্ডের কাউন্সিলর মমরেজুল আখতার,সাপ্তাহিক সোনামসজিদ পত্রিকার সম্পাদক জনাব আলী।

আসমা ট্রালেভেসের সার্ভিস সমুহ;এয়ারলাইন টিকিট দেশীয় ও আন্তর্জাতিক,ভিসা প্রসেসিং-এ সহায়তা প্রদান,ম্যানপাওয়ার প্রসেসিং-এ সহায়তা প্রদান,স্টাম্পিং প্রকিয়াজাতকরণ,হোটেল বুকিং দেশীয় ও আন্তর্জাতিক,পাসপোর্ট করতে সহায়তা প্রদান করা,দেশীয় সকল রুটের এয়ারলাইন্স টিকিট ঘরে বসে করা,বিকাশ নগদ অন্যান্য প্রক্রিয়ায় পেমেন্ট এর সুবিধাও প্রদান করা হয়।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com