চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার সহকারী কর আদায়কারীর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।
মৃত ব্যাক্তির নাম নূর মোহাম্মাদ। তিনি পৌর এলাকার বাগানটুলি গ্রামের বাসিন্দা।শিবগঞ্জ পৌরসভার কমর্কতা আব্দুল মান্নান জানান, প্রতিদিনের মত শুক্রবার দুপুরে পাগলা নদীতে গোসলের জন্য তিনি পৌর এলাকার চতুরপুর ঘাটে গোসল করার সময় নদীতে পিছলে পড়ে গেলে এর একপর্যায়ে তিনি তলিয়ে যান। পরে স্থানীয়রা নিহতের লাশ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নাচোল উপজেলার সদর ইউনিয়নের জোনাকি পাড়া গ্রামের মোঃ বাবুর আলীর কন্যা মোসাঃ আনিকা আঞ্জুমান (৫) বছর বয়সের এক শিশু কন্যার পানিতে ডুবে মৃত্যু হয়েছে।মৃতের পরিবার ও প্রতিবেশী সুত্রে জানা যায়, আজ শুক্রবার জুম্মার নামাজের সময় শিশুর পিতা জুম্মার নামাজ পড়তে যাই, এবং তার মা রান্নার কাছে ব্যস্ত ছিলেন, ওই সময়় বাড়ির বাইরে পাশে থাকা খাদে পড়ে ডুবে মারা যায় শিশু কন্যা আনিকা। পরে পরিবারের লোকজন জানতে পেরে তাড়াতাড়ি নাচোল সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে জেলার রহনপুর পৌরসভার এলাকায় পূনর্ভবা নদীতে আজ সকাল সাড়ে ৯টায় কাপড় ধৌত করতে গিয়ে ফেরদৌসি বেগম(৩৫) নামে এক গৃহীনি ডুবে মৃত্য হয়।নিহত গৃহীনি হুজরাপুর বেগুন বাড়ি এলাকার মৃত তৈমুর রহমানের কন্যা। থানা পুলিশ জানায়,নদীতে কাপড় ধৌত করতে গিয়ে হঠাৎ মৃগীরোগে আক্রান্ত হয়ে নদীতে ডুবে মৃত্যু হয়।পরক্ষনে আজ সাড়ে ১০টায় নদীতে বড়শিতে আটকে যায় প্রতিবেশীরা দেখতে পেয়ে তুলে নিয়ে আসে।