চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে ধান মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে ১৩ লক্ষ টাকা জরিমানা ও কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে সদর উপজেলার আতাহার-বুলনপুরে বিসিক শিল্পনগরী এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এসময় মো. আনোয়ারুল ইসলামকে দুই মাসের কারাদন্ড ও ৩ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরো ১০ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক। ১৫ হাজার বস্তা ধান অবৈধ মজুদের দায়ে সাদিকুল ইসলাম নামে অপর ব্যবসায়ীকে ৩ মাসের জেল ও ১০ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে ২ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত ব্যবসায়ী সাদিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের বেলেপুকুর এলাকার মৃত কসিমুদ্দিনের ছেলে এবং আনোয়ারুল ইসলাম জেলা শহরের আরামবাগ এলাকার মৃত গোফুর মাস্টারের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিন মিয়া জানান, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে আমাদের কাছে তথ্য ছিলো, সাদিকুল ইসলাম নামে এক ব্যবসায়ী ধান-চাউলের গোডাউনে অবৈধভাবে ধান মজুদ করা হয়েছে। সরেজমিনে এর সত্যতা নিশ্চিত হয়ে এ জরিমানা করা হয়েছে। তিনি আরোও বলেন, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬ এর ৩নং ধারায় সদিকুল ইসলামকে ১০ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
