চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরের রহনপুরে সাপের কামড়ে শিমন হাঁসদা (৪৬) নামে এক আদিবাসী নারীর মৃত্যু হয়েছে।মৃতার স্বামীর বাড়ি ভারতের মালদা জেলার বারোভিটা গ্রামে।
রাত ৮ টার দিকে রহনপুর ইউনিয়নের নওদা মিশন গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়,রোববার রাত ৮ টার দিকে শিমন হাঁসদাকে বাড়ি সংলগ্ন জমিতে সাপে কামর দেয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। বিষমুক্ত করতে ওঝা ডাকা হয় ।
এদিকে শিমনের অবস্থা আরো অবনতি হওয়ায দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে তিনি মারা যায়।
