Sep 16, 2020

চাঁপাইনবাবগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ী ইউনিয়নের বেগুন বাড়ী এলাকায় মহানন্দা নদীতে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে গোমস্তাপুর থানা পুলিশ।

গোমস্তাপুর থানা পুলিশ জানায়,আমরা খবর পায় স্হানীয়দের কাছ থেকে সাথে সাথে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধারে কাজ করে,সংবাদ লিখা পর্যন্ত পুলিশ ঘটনা স্হলে অবস্থান করছিলো।

স্হানীয় গ্রাম পুলিশ আবু তাহের জানায়,আজ সকাল ১০টায় বেগুনবাড়ি  গ্রামের মহানন্দা নদীর ধারে,কুচরি পানায় আটকে একটি বেওয়ারিশ  পুরুষ লাশ ভাসমান অবস্থায়  ভেসে ছিলো, যার অনুমান বয়স ৩৫/৪০ বছর। পরনে জিন্স প্যান্ট, গায়ে গোল গলা সবুজ গেঞ্জি, পায়ে সাদা কেড্স আছে।  স্থানীয় লোকজনকে জিজ্ঞাসা করলে তাদের এলাকার নয় বলিয়া জানায়।

উল্লেখ্য যে,ঘটনাস্থল  থেকে ভারত সীমান্ত  প্রায় ০২ কিঃ মিঃ দুরে।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com