আহত যুবক আলীনগর ভুতপুকুর এলাকার মৃত মাজেদের ছেলে মাচ ব্যবসায়ী মুনিরুল (৩০). মুনিরুল মটরসাইকেল যোগে উক্ত স্থানে পৌঁছলে একই এলাকার আবুর ছেলে গোলাপ, নফুর ছেলে ওসমান, ফারুক মাস্টারের ছেলে ইসমাইল, আশরাফুলের ছেলে শাহজামাল, পাঠানপাড়ার ভচুর ছেলে রুবেল, হাফিজুলের ছেলে হাসান মটরসাইকেল যোগে এসে মুনিরুলকে হাতুড়ী পিটা করে পালিয়ে যায়।
বর্তমানে মুনিরুল সদর হাসপাতাল জরুরী বিভাগে চিকিৎসাধীন।
