Sep 6, 2020

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে প্রাণগেলো কৃষকের

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার  তেলকুপি সীমান্তে বিএসএফের গুলিতে বাদশা(২৮) নামে একজন নিহত হয়েছে।মৃত ব্যক্তি শাহবাজপুর ইউনিয়নের (তেলকুপি) লম্বাপাড়া গ্রামের রফিক আলীর ছেলে।পেশায় কৃষি কাজ করেন।


শাহবাজপুর ইউনিয়ের চেয়ারম্যান তোজাম্মেল হক,রবিবার(৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় 
সিমান্তে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন,বাদশা রবিবার দিবাগত রাতে সিমান্তবর্তী এলাকায় গেলে বিএসএফ গুলিকরে এতে বাদশার আশপাশের লোকজন চলে গিয়েছিলো ঐ সময় বাদশা গুলিবিদ্ধ হয়,এতে করে তাৎক্ষনিক সেখানে মৃত্যু হয়।সংবাদ লিখা পর্যন্ত মরদেহ ভারতের মধ্যেই পড়ে ছিলো।

মৃতব্যাক্তির পারিবারিক সুত্রে জানা যায়,বাদশাকে (৫ সেপ্টেম্বর) রাত ৮টায় তাকে কেবা কাহারা ডেকে নিয়ে যায় রাত গভীর হলেও আশপাশে খোঁজাখুঁজি করি,ভেবেছিলাম প্রায় এমন হয় কাজের করাণে,তাই আজও হয়তো কোন কাজে পড়ে গেছে।সময় হলে চলে আসবে।

৫৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক কর্নেল সুরুজ মিয়া, ১রাউন্ড গুলি চলার শব্দ পেয়েছি।বাদশার মরদেহ সীমান্ত পড়ে থাকলেও বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক  ভাবে  এখনো
কিছু  জানানো হয়নি।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com