Sep 3, 2020

চাঁপাইনবাবগঞ্জে ২জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে করোনা উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে,রামেক কতৃপক্ষ।

আজ দুপুর ১টায় শিবগঞ্জ উপজেলার জেন্টু(৭০)নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।তিনি দূর্লভপুর ইউনিয়ের মৃত বিসু আলীর ছেলে।

জানা যায়, চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২৯ নং করোনা ওয়ার্ডে মৃত্যু বরণ করেন।,মৃত ব্যক্তি গত ২ সেপ্টেম্বর বিকালে করোনা উপসর্গ নিয়ে(জ্বর ও শ্বাসকষ্ট জনিত) সমস্যায় রামেক হাসপাতালের ২৯ নং করোনা ওয়ার্ডে ভর্তি হন এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। *মৃতের মৃত্যু সনদে মৃত্যুর কারন হিসেবে  suspected covid-19, infection e DM e BG উল্লেখ করা হয়েছে* স্বাস্থ্য বিধি মেনে কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যমে মরদেহের দাফন কাফন সম্পন্ন করা হবে এবং করোনা পরীক্ষার জন্য মৃতের নমুনা সংগ্রহ করা হয়েছে  বলে জানা যায়।

অন্যদিকে, করোনা উপসর্গে প্রাণ হারালো মোয়াজ্জম(৭২)নামের এক বৃদ্ধা।মৃত ব্যক্তি সদর উপজেলার শাম্মিউদ্দিনের ছেলে।রামেক সুত্রে জানা যায়,চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২৯ নং করোনা ওয়ার্ডে মৃত্যু বরণ করেন।

আরোও জানা যায়,মৃত ব্যক্তি গত ২ সেপ্টেম্বর দুপুর ১টায় করোনা উপসর্গ নিয়ে(জ্বর ও শ্বাসকষ্ট জনিত) সমস্যায় রামেক হাসপাতালের ২৯ নং করোনা ওয়ার্ডে ভর্তি হন এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।মৃতের মৃত্যু সনদে মৃত্যুর কারন হিসেবে  suspected covid-19 উল্লেখ করা হয়েছে।

স্বাস্থ্য বিধি মেনে কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যমে মরদেহের দাফন কাফন সম্পন্ন করা হবে এবং করোনা পরিক্ষার জন্য মৃতের নমুনা সংগ্রহ করা হয়েছে  বলে জানা যায়।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com