Sep 13, 2020

চাঁপাইনবাবগঞ্জের জঙ্গী গোদাগাড়ীতে আটক

রাজশাহীর গোদাগাড়ীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৫। গত শনিবার রাত ১১টার দিকে জেলার গোদাগাড়ী উপজেলার একচাপাল এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম তরিকুল ইসলাম (৪০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার কাদিকলা গ্রামের মৃত লোকমানুল হক বিশ্বাসের ছেলে। গতকাল রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, আটকের সময় তরিকুলের কাছ থেকে উগ্রবাদী লিফলেট জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে গোদাগাড়ী থানায় একটি মামলাও করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com