Sep 13, 2020

চাঁপাইনবাবগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ১

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক স্কুলছাত্রী (১৪)কে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।


গত শুক্রবার ওই স্কুলছাত্রীর পিতা গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ তাকে তার বাড়ি থেকে আটক করে। আটককৃত যুবক রহনপুর ইউপির পূর্ণরচাঁদপুর গ্রামের শ্রী নবিনের ছেলে শ্রী সজিব (১৯)।

মামলার এজাহারে জানা যায়, উপজেলার পার্বতীপুর ইউপির চাঁদপুর গ্রামের স্কুলছাত্রী ৫ সেপ্টেম্বর দুপুরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় তার পিতা পরের দিন ৬ সেপ্টেম্বর গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়রী করেন।
খোঁজাখুজির একপর্যায়ে ওই স্কুলছাত্রী পরের দিন বাসায় ফিরে এসে অসুস্থবোধ করলে পরিবারের লোকজন তাকে প্রথমে রহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

তার পিতার অভিযোগ আটক ওই যুবক তার মেয়েকে বিয়ের প্রলোভন দিয়ে নিখোঁজের দিন একটি আম বাগানে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় তার পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ সজিবকে শুক্রবার আটক করে।

শনিবার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে গোমস্তাপুর থানার ওসি জসিমউদ্দিন জানান। মামলাটির তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক আব্দুল মালেক জানান, ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীর ডাক্তারী পরীক্ষা শনিবার সম্পন্ন হয়েছে।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com