চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার থানাধীন এলাকার সক্রীয় নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের ৩জন সক্রীয় কর্মীকে আটক করে র্যাব-৪।আটক কৃত ব্যক্তি হলো জাহাঙ্গীর ওরফে সাকিব,ওরফে নিশা স্যার
র্যাব-৪ জানায়,১৯ আগস্ট রাত ১টায় গাবতলী থানাধীন এলাকায় র্যাব-৪ অভিযানে ১ জন জঙ্গী আটক করে।তারা স্থানীয় একটি মাদ্রাসা হতে আলিম পাশ করে বর্তমানে ‘আনসার আল ইসলামের’ তারই এক সহোচরের ওয়ার্কশপে কাজ করে। বিগত ৬ বছর যাবত ‘আনসার আল ইসলামের’ সাথে যুক্ত হয়ে ২০/২৫ জন সদস্যের একটি ইউনিট চালানোর পাশাপাশি ‘আনসার আল ইসলামের’ চাঁপাইনবাবগঞ্জ জেলার আমির হিসেবে নিয়মিতভাবেই তারও উচ্চ পর্যায়ের নেতাদের সাথে যোগাযোগ রক্ষা করে আসছিল।
আরোও জানায়,প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আনসার আল-ইসলাম’ এর সক্রিয় সদস্য বলে স্বীকারোক্তি দেয়। গ্রেফতারকৃতদের কাছ হতে ‘আনসার আল-ইসলাম’ এর বিভিন্ন ধরনের উগ্রবাদী সম্পর্কিত বই, লিফলেট, ব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং তার অন্যান্য সহচরদের গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

