Aug 19, 2020

চাঁপাইনবাবগঞ্জে করোনায় প্রানগেলো বৃদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার অন্তর্গত রাজরামপুর এলাকার জাহিদ হাসান(৬৫) নামে একবৃদ্ধার প্রাণ হারিয়েছে বলে জানায় রামেক কতৃপক্ষ।


সুত্র জানায়, মৃত ব্যক্তি আজ রাত ২টায় ঘটিকায় করোনা পজিটিভ নিয়ে(জ্বর ও শ্বাসকষ্ট জনিত) সমস্যায় রামেক হাসপাতালের ৩০ নং করোনা ওয়ার্ডে ভর্তি হন এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার ৩টায় রাত মৃত্যু হয়। 

মৃতের মৃত্যু সনদে মৃত্যুর কারন হিসেবে cardio respiratory failure due to covid-19 confirm উল্লেখ করা হয়েছে।

 স্বাস্থ্য বিধি মেনে কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যমে মরদেহের দাফন কাফন সম্পন্ন করা হবে বলে জানা যায়।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com