Aug 9, 2020

ভোলাহাটে করোনায় একজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে করোনায় ৯জন পেরিয়ে ১০জনের প্রাণহানি হয়েছে বলে জানায় স্বাস্থ্য বিভাগ।


৯ আগস্ট সন্ধা ৭টায় ভোলাহাট উপজেলার ময়ামারী এলাকার বকুল(৪০) নামে রামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

 জানা যায়, মৃত ব্যক্তি গত ২ আগস্ট করোনা পজিটিভ নিয়ে(জ্বর ও শ্বাসকষ্ট জনিত) সমস্যায় রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডের মাধ্যমে আইসিইউতে ভর্তি হন এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃতের মৃত্যু সনদে মৃত্যুর কারন হিসেবে irreversible cardio respiratory failure due to covid-19 উল্লেখ করা হয়েছে।

স্বাস্থ্য বিধি মেনে কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যমে মরদেহের দাফন কাফন সম্পন্ন করা হবে বলে জানা যায়।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com