Aug 9, 2020

গোমস্তাপুরে ৩৭৫ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বেলাল বাজারে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৭৫ বোতল ফেনসিডিলসহ দু'জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (৯ আগস্ট) বেলাল বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃতরা হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার বাররশিয়া গ্রামের নজরুল হকের ছেলে ডালিম (৩৬) ও হাঙ্গামী মনাকষার মৃত পারুলের ছেলে আবু তালেব (৪০)।

গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক মো. কারুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১০টার দিকে সঙ্গীয় ফোর্স নিয়ে বেলাল বাজারে অভিযান চালিয়ে হাতেনাতে ৩৭৫ বোতল ফেনসিডিল ও পাওয়ার টিলারসহ দু'জনকে গ্রেপ্তার করা হয়। 

তিনি আরোও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা আসামীরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com