চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দারিয়াপুর পুরাতন পাড়ায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১ আগষ্ট) বিকেল ৪ টায় নিজ বাসভবনে ওই বৃদ্ধের মৃত্যু হয়। তিনি বেশ কিছুদিন হতে জ্বর এবং শ্বাস কষ্টে ভুগছিলেন।
মৃত বৃদ্ধ দারিয়াপুর পুরাতন পাড়ার আনিসুর রহমান (৮০)।
পরিবার সূত্রে জানা যায়, মৃত আনিসুর রহমান কৃষি অফিসে চাকুরী করতেন। বেশ কয়েক বছর আগে তিনি অবসর গ্রহন করেন। তিনি স্থানীয় যুবক সেলিমের আব্বা এবং মৃতের পিতার বাড়ী দূর্গাপুর গ্রামে। করোনা সন্দেহে তিনি ২ দিন আগে সদর হাসপাতালে নমুনা দিয়েছেন এবং সোমবার ফলাফল পাওয়া যাবে বলে জানায় তার পরিবার।
