চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম সরকার(৩৩)করোনায় আক্রান্ত বলে আমার চাঁপাইকে নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ বিভাগ।
সিভিল সার্জন ডাঃজাহিদ নজরুল চৌধুরী বলে,ইউএনও নাজমুল ইসলাম সরকার গত ২৯ জুলাই নমুনা প্রদান করেন।১ আগষ্ট শেরে বাংলা থেকে আসা একরিপোর্টে করোনা পজেটিভ হয়।
বিশ্বস্ত সুত্র আমার চাঁপাই কে জানায়,ইউএনও নাজমুল সরকার বর্তমানে সে নিজ বাড়িতে আইসোলশানে আছে।
এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত,৪৮৪জন,সুস্থ ২২৮জন।
