জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জেষ্ঠ পুত্র শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল(এমপি) ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন উক্ত বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধনকালে সরাসরি সংযুক্ত ছিল বলে আমার চাঁপাইকে জানায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন।এছাড়াও ভিডিও কনফারেন্স শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন আমার চাঁপাইকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানায়,আলোচনা শেষে চাঁপাইনবাবগঞ্জ প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক,অতিরিক্ত জেলা প্রশাসক একেএম তাজকির উজ-জামান,পুলিশ সুপার আবদুর রকিব,যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা সহ জেলা প্রশাসনের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।

