চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চন্ডিপুর এলাকার তাজবুর ইসলাম নামে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন।
বিশ্বস্ত সুত্রে জানা যায়,মৃত ব্যক্তি গত ২৯ জুলাই সন্ধা ৭টায় করোনা উপসর্গ নিয়ে(জ্বর ও শ্বাসকষ্ট জনিত) সমস্যায় রামেক হাসপাতালের ২৯ নং করোনা ওয়ার্ডে ভর্তি হন এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃতের মৃত্যু সনদে মৃত্যুর কারন হিসেবে irreversible cardio respiratory failure due to suspected covid-19 উল্লেখ করা হয়েছে।স্বাস্থ্য বিধি মেনে কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যমে মরদেহের দাফন কাফন সম্পন্ন করা হবে এবং করোনা পরীক্ষার জন্য মৃতের নমুনা সংগ্রহ করা হয়েছে।
অন্যদিকে,দারিয়াপুর পুরতন পাড়ার মরহুম দেলখোস উদ্দীন মাস্টারের মেজো ছেলে ও আইএফবিসি ফাউন্ডেশনের চেয়ারম্যান যুবায়ের রহমানের মেজো মামা সারওয়ারে কাউনাইন ওরফে আব্দুল মতিন সোমবার (৩ আগষ্ট) সকাল সাড়ে আটটার সময় মটরসাইকেল দূর্ঘটনায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
সোমবার সকালে সদর উপজেলা গেটের সামনে বাসের সাথে তার মটরসাইকেলের সংঘর্ষে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। তিনি শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সেবা ক্লিনিকের অন্যতম কর্ণধার ডাঃ ময়েজের বেহায়।
